ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

রোমান্টিক ভিডিও শেয়ার করলেন ঐশ্বর্যা, কিন্তু সঙ্গে কে? 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৭, ৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ঐশ্বর্যা সেন টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘শুভ দৃষ্টি’র অভিনেত্রী। বাঙালি টেলিভিশন দর্শকের কাছে তিনি পরিচিত মুখ। সোশ্যাল মিডিয়ায় সদ্য শেয়ার করেছেন একটি রোম্যান্টিক ভিডিও। কিন্তু ঐশ্বর্যার সঙ্গে কে ছিলেন জানেন? 

না! এর মধ্যে কোনও গসিপ নেই। কারণ ঐশ্বর্যাকে সঙ্গ দিয়েছেন তাঁর অনস্ক্রিন নায়ক গৌরব রায়। ‘শুভ দৃষ্টি’র এই জুটি দর্শকের পছন্দের তালিকার প্রথম সারিতেই রয়েছেন। তাঁদের অভিনয়ও বিভিন্ন মহলে প্রশংসিত।

ধারাবাহিকের গল্প অনুযায়ী শুভ (গৌরব) বেশ রাগী মানুষ। অন্যদিকে তাঁর স্ত্রী দৃষ্টি (ঐশ্বর্যা) স্বামীর প্রতি সব কর্তব্যই করেন হাসিমুখে। কিন্তু দু’জনের প্রতি দু’জনের ভালবাসা কেউ প্রকাশ্যে স্বীকার করতে চান না।

মেকআপ রুমে গৌরব-ঐশ্বর্যার মজার ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় পছন্দ করছেন অনুরাগীরা। অফস্ক্রিনেও এই দুই অভিনেতা ভাল বন্ধু। সেই বন্ধুত্ব ধরা পড়েছে ভিডিওতেও।

ভিডিও লিঙ্ক: https://www.instagram.com/p/BnbNxe_FSbc/?taken-by=aishnachat 

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি